Skip to main content

শূন্য ভেক্টর এর তাৎপর্য লেখ

একটি কনা কোন বিন্দু থেকে যাত্রা শুরু করে কিছু সময় পরে আবার ওই বিন্দুতে ফিরে এলে কণাটির সরণ শূন্য হয় । যেহেতু এটি একটি ভেক্টর রাশি তাই এই শূন্যটি হবে একটি ভেক্টর ।  আবার কোন বস্তুর ওপর বল বিয়া করলে বস্তুর সাম্যবস্থায় থাকে অর্থাৎ বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল শূন্য হয়। লব্ধি বল শূন্য এই উক্তিটি থেকে বোঝা যায় এই শূন্য টি স্কেলার নয় বরং একটি ভেক্টরের । এই ভেক্টর কেই শূন্য ভেক্টর বলা হয়  অর্থাৎ দুটি সমমানর ভেক্টরের বিয়োগ ফল হল শূন্য ভেক্টর আবার সমবেগে গতিশীল একটি কণার ত্বরণ শূন্য । এটিও  একটি ভেক্টর রাশি কারণ ত্বরণ একটি ভেক্টর রাশি। সুতরাং দেখা যাচ্ছে ভেক্টর বীজগণিতের শূন্য ভেক্টরের ব্যবহার অপরিহার্য।

Comments